চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার ১১ নাম্বার ওয়ার্ডের দক্ষিন চরাগ্রামে অবৈধভাবে জমি দখল করে ধান চাষের অভিযোগ পাওয়া গ্যাছে। গত ২০ ফেব্রুয়ারি সরেজমিনে গেলে ভুক্তভুগী ইসরাফিল হক জানায়,নামোশংকরবাটি দক্ষিণ চরাগ্রাম বরিপাড়ার নীচে আমাদের ক্রয়কৃত ৪ বিঘা জমি স্থানীয় বেশ কয়েকজন লোক জবর দখল করে ধান চাষ করছে ইতিপূর্বে এই জমি নিয়েই আমার ছেলেকে তারা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারপিট ও জখম করেছে। আমি ও আমর পরিবার দীর্ঘদিন থেকে তাদের অত্যাচারের স্বীকার হয়ে আসছি আমার ছেলেরা প্রবাসী হওয়ায় আমরা তাদের সাথে প্রতিবাদ করতে পারছিনা,মাঝেমধ্যেই তারা আমার বাড়িতে আক্রমণ সহ পরিবারের লোকজনের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছে,এসব অত্যাচার সহ্য করতে না পেরে আমি আইনের আশ্রয় নিয়ে আদালতে মামলা করি তাদের ক্ষমতার অপব্যবহারের লড়তে না পেরে আমার পরিবার অসহায় হয়ে পড়েছি,এমতাবস্থায় তাদের অত্যাচার থেকে মুক্তি ও আমাদের ন্যায্য জমি উদ্ধারে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি,ইসরাফিল হকের ছেলে আব্দুস সাত্তার জানায়- আমরা বিদেশে থাকি,বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় দলবল নিয়ে আমাদের জমি অবৈধভাবে দখল করে চাষ করে আসছে,আমি দেশে এসে এর প্রতিবাদ করতে গেলে তারা আমাকে দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে আঘাত করে আমার পুরো শরীর ক্ষতবিক্ষত করে দেয় । এক পর্যায়ে আমাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। একের পর এক অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। সাম্প্রতিক গত ১০ ফেব্রুয়ারি বিকেলে তারা আমাদের বাড়ির কাছে এসে আমাকে হত্যার হুমকিও দিয়ে গেছে এবং মোবাইলে একাধিক বার হুমকি দিয়ে আসছে আমরা পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রধানমন্ত্রী সহ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছি।এদিকে প্রতিপক্ষ স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলরের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে শতচেষ্টার পরে ও তার কোনো প্রকার বক্তব্য পাওয়া যায়নি এবং লোকের মাধ্যমে বলে পাঠায় এসব এর বিষয়ে আমি কিছুই জানি না এবং আমাকে জানো না টানা হয় এবলে,বলে পাঠান তিনি। উল্লেখিত গত ২৯ /১২ ২০২০ তাং হতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদী পক্ষের ওপর একাধিক হামলা হয় তাছাড়া, স্থানীয় মাস্তানদের বিরুদ্ধে সত্তার ও তার পিতা ইসরাফিল এবং তার অসহায় পরিবারের উপর নির্ভর হামলার ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন তাতেও ভুক্তভোগী পরিবার কোন প্রতিকার পায়নি বলে জানান নামোশংকরবাটীর দক্ষিণ চরাগ্রারামের কুক্ষাত জামাতী তার উপরক্ত হুকুমে তারই ছেলে শিবিরের ক্যাডার,চাঁপাইনবাবঞ্জএর এাশ,ও কুক্ষাত বোমাবাজ অগ্নি সন্ত্রাসী একাধিকবার মামলার আসামি। এছাড়াও মোঃ করিম তার হাতে থাকা ধারালো কাতা দিয়ে হত্যার উদ্দেশ্য করিয়া আব্দুস সাত্তার এর মাথাতে আঘাত করতে গেলে,বাম কানের উপর কান্তার কোপ লাগলে সাথে সাথে গুরুতর অজস্র রক্তাক্ত যখম হইয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং তার বাম কান ঝরিয়ে পড়িয়া যায়,এবং তারই আরেক ভাই শিবিরের ক্যাডার এলাকার নামধারীত সন্ত্রাসী হাতে থাকা ধারালো অস্ত্রে দারা হত্যার উদ্দেশ্য আব্দুস সাত্তার এর মাথার উপর ভাগের বাম পাশে আঘাত করিয়া গুরুতর অজস্র রক্তাক্ত হয় কুক্ষাত জামাতি নেতা ধারালো হাঁসুয়া দারা হত্যার উদ্দেশ্য উক্ত আব্দুস সাত্তার এর মাথার উপর উপ-র ভাগটা ফেটে চামড়া শরে যায় তাছাড়া,আব্দুস সাত্তার এর পিতা ৮০ বছরের বয়স্ক মুরুব্বী ইসরাফিল এর উপর আঘাত করে সন্ত্রাসী বাহিনির মুল হোতার মওদূদ দাতা স্থানীয় লোক জন নখ উপড়িয়া ফেলে এবং নোখ ভেঙ্গে দেওয়া হয়েছে বলে সরজমিনে দেখা গেছে। এসব অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে জানতে চাইলে তিনি বলেন-সরকারি ভাবে বিষয় টি নিয়ে কোনো প্রকার প্রক্রিয়া তাকলে আমরা তা সম্পুর্ন করবো,এবং যত টুক সম্ভব অসহায় পরিবারকে সহযোগিতা করা হবে বলে তিনি একথা উল্লেখ করেন বলে জানান। গত ১৫ /২/২০২২ তাং প্রতিপক্ষরা জোরপূর্বক বাদীপক্ষের ধান খেত সাফ করা ধান লাগানোর উদ্দেশ্য করে রাখলে,বিবাদি পক্ষ বাদির জমি দখল করে ধান চাষ করার উদ্দেশ্যে করে বিছন ফেলে এবং জোরজবস্তি করে তা বুনিয়ে দেই বলে সরজমিনে দেখা গেছে তাছাড়াও বিবাদি পক্ষ বলে তোরা জমির কাছে আবার আসলে,আগের মতন করে এবার চিরতরে শেষ করে ফেলবো। এনিয়ে বাদি পক্ষ আবারো আতঙ্ক প্রাণনাশের ভয়ে আবারও সদর থানায় জিডি দায়ের করেন,উল্লেখ, অজ্ঞাত কয়েকজন সহ,সকলেরই স্থায়ী ঠিকানা দক্ষিন চরাগ্রাম,থানা সদর জেলা,চাঁপাইনবাবগঞ্জ।