চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার এসব উপকরণ বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা জানান, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭ হাজার ৭৫০ জনের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি করে এমপি সার ও ১০ কেজি করে ডিএপি সার, ১২০০ জনকে ২ কেজি করে ভট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমপি সার, ৩ হাজার ৫০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমপি সার, ২০০ জনকে চিনাবাদ বীজ, ১০ কেজি করে ডিএমপি ও ৫ কেজি করে এমপি সার, ১০০ জনকে ১ কেজি করে শীতকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ করে এমপি সার, ১৫০ জনকে ৫ কেজি করে মুগ বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমপি সার, ৪০০ জনকে ৫ কেজি করে মসুর বীজ, ১০ করে ডিএপি ও ৫ কেজি করে এমপি সার, ৭০০ জনকে কেজি করে খেসারি বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমপি সার প্রদান করা হয়। কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় এই সব সার ও বীজ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরামসহ অন্যরা।
অপর দিকে জেলার নাচোল উপজেলায় ৭ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রবি ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮ প্রকার ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিষদ চত্বরে উপজেলার ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৭ হাজার ৩৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে রবি ২০২১-২২ মৌসুমের প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, কৃষি উপ-সহকারী অফিসার আবুল কালাম আজাদ, কৃষি উপ-সহকারী রাকিবুল হাসান।
উপজেলা কৃষি অফিসার বুলবুল আহমেদ বলেন, প্রতি জন কৃষক প্রতি বিঘার জন্য ১০ কেজি গম বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ২ কেজি ভুট্টা বীজের সাথে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১ কেজি সরিষা বিজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি, ১০ কেজি চীনাবাদাম বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫ কেজি মুগ বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৫ কেজি মুগ বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং ৮ কেজি খেসারি বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, প্রণোদনার লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্লক বিভাজন করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয়েছে। এছাড়া কৃষক নির্বাচনের ক্ষেত্রে নির্বাচিত কৃষকের মোবাইল নম্বর কৃষি কার্ড ও এনআইডি নম্বর তালিকাভুক্ত করা হয়।