মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে ওয়ান শুটার গান ও গুলি সহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী কে আটক করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল (১৫ অক্টোবর ২০২১) ইং তারিখ বিকাল ৫:৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ধাইপুকুরিয়া ইউনিয়নের বিনোদনগর আড়গাড়ার হাট বাজারের রিক্তা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে ০২টি ওয়ান শুটারগান,১ রাউন্ড গুলি সহ মোঃ রনি আহম্মেদ (১৬) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসী কে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন এখলাসপুর গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে। এ সময় একটি অটোভ্যান ও জব্দ করা হয়। আটক অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।