বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চামাগ্রাম হে.না. উচ্চ বিদ্যালয় মাঠে চামাগ্রাম বিগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারুল হক আনু, মাইনুল ইসলাম পলাশ, তোহিদুল ইসলাম তিতাস, তোসিকুল ইসলাম শিমুল, অহেদুল নবী। সভাপতিত্ব করেন কাউসার নাসিম মটন। পরিচালনা করেন সমাজ সেবক কামাল হেসেন রুবেল।
উদ্বোধনী খেলায় চামাগ্রাম স্কুলপাড়া ফুটবল দল বনাম চরমোহনপুর ফুটবল দল অংশগ্রহণ করে। এতে চামাগ্রাম স্কুলপাড়া ফুটবল দল ৭-২ গোলে জয়লাভ করে।
চামাগ্রাম তরুণ সংঘ আয়োজিত টুর্নামেন্টে ১৮টি ফুটবল দল অংশ নিচ্ছে।