রাজশাহীর চারঘাটে ফেনসিডিল-সহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৪ফেব্রুয়ারী) রাতসোয়া ৮টায় চারঘাট থানাধীন মোক্তারপুর পাকিয়ানপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৪বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে জরিপ নামের এক মাদক কারবারি ঘটনাস্থল খেকে কৌশলে পালিয়ে যায়।
মোঃ সাহাগ হোসেন (২২),সে চারঘাট থানাধীন মোক্তারপুর পাকিয়ান পাড়া গ্রামের মোঃ গোলাম রব্বানীর ছেলে ও মোঃ সাব্বির হোসেন (২৮),সে একই থানার মোক্তারপুর মাস্টারপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।