শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে-মোখলেসুর রহমান- আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৬৯ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে-মোখলেসুর রহমান- আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই
ফটো সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোখলেসুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোবাবার (১০ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন অফিসার বরাবর মনোনয়ন পত্রটি দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান দিলিপ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

মনোনয়ন পত্র জমা দিয়ে জেলা আওয়ায়মীলীগের সাধারন সম্পাদক আব্দুল ওদুদ সাংবাদিকদের জানান, মোখলেসুর রহমান মোখলেসুর রহমান শিক্ষানুরাগী ব্যক্তি তথা সমাজের একজন নির্ভিক সৈনিক। তাঁর নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি অনেক গরীব শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এলাকার একাধিক জামে মসজিদের দাতা সদস্য। এমনকি বিভিন্ন মন্দিরেও তিনি অনুদান দিয়েছেন।

বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষদের পাশে সব রকমের সহযোগিতা নিয়ে তিনি দাঁড়িয়েছেন। প্রত্যাশা এ পৌরসভাকে পরিকল্পিত একটি আধুনিক মানসম্পন্ন, মানবিক পৌরসভা হিসেবে গড়ে তোলার। জনগণ তাদের অধিকার ফিরে পাবে। দেশের করোনাকালীন সময়ে পৌরসভার মানুষের পাশে ছিলেন তিনি।

পৌরবাসী মনে করেন, যোগ্য নেতা মোখলেসুর রহমানের হাত ধরে পৌরসভার আধুনিকায়ন হবে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত পৌরসভা হবে। এছাড়া দলের স্থানীয় নেতাকর্মীরা সকল কিছুর উর্দ্ধে থেকে এক হয়ে কাজ করলে জয় সুনিশ্চিত।

মোখলেসুর রহমান বলেন, বিগত দিনে দলের প্রতি আনুগত্য, লড়াই সংগ্রাম ও স্থানীয় নির্বাচন গুলোতে তার সক্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনীত করায় সেজন্য আনন্দিত ও কৃতজ্ঞতা রইল। সর্বোপরি গণতন্ত্রের মানসকন্যা মমতাময়ী মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ সালাম।

তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। নির্বাচিত হলে এ পৌরসভাকে একটি সুন্দর ডিজিটাল পৌরসভা হিসেবে উপহার দিবো সেটা আমার স্বপ্ন। থাকবেনা কোন হিংসা, বিদ্বেষ, থাকবেনা রাজনৈতিক প্রতিহিংসামূলক কোন আচরণ। একটি বাসযোগ্য আধুনিক শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর দলের প্রতিটি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে যে ভালোবাসা ও বাধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যাচ্ছে ইনশাআল্লাহ তাতে বিজয় সুনিশ্চিত।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১১ অক্টোবর, আপিল ১২-১৪ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। বুধবার পর্যন্ত এ পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন আবদন করেন চার প্রার্থী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com