সিঙ্গাইর, মানিকগঞ্জ সংবাদদাতা : সরকারি সেবা জনগণের দোড়গড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা। সেই সঙ্গে অপরাধমুক্ত উন্নত উপজেলা গড়তে ভূমিকা রাখছেন তিনি। করোনাভাইরাস শুরুর দিকে ভয়ে মানুষ যখন ঘরবন্দি ছিল, ঠিক সেই সময়ে জীবনবাজি রেখে করোনা প্রতিরোধে গ্রামীণ জনপদে ছুটে বেড়িয়েছেন উপজেলার এই সর্বোচ্চ কর্তাব্যক্তি। কখনো সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন আবার কখনো রাত বিরাতে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন অসহায় দরিদ্র জনগোষ্ঠীর বাড়ি বাড়ি।
রুনা লায়লা ২০২০ সালের ২ জানুয়ারি সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ করেই অনিয়মের বেড়াজাল ভাঙতে শুদ্ধি অভিযান চালান তিনি। উদ্যোগ নেন দীর্ঘদিনের পুঞ্জিভূত অনিয়ম ও দুর্নীতি দূর করার। লোভ-লালসার ঊর্ধ্বে উঠে নিজ প্রতিষ্ঠানকে গড়ে তোলেন জনবান্ধব ও বিপদগ্রস্থ মানুষের আশ্রয়স্থল। শক্তহাতে টেনে ধরেন দুর্নীতিবাজ, ভূমিদস্যু, বালু খেকো ও অবৈধ দখলদারদের লাগাম। তাঁর সৎভাব ও কর্মদক্ষতায় পাল্টে যায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র।
সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকাণ্ডে ফিরে আসে গতিশীলতা ও স্বচ্ছতা। সেই সঙ্গে কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পায় জনসেবার মান।
সর্ব ক্ষেত্রেই রয়েছে এই নারী ইউএনও’র পদচারণা। সকাল-বিকাল ছুটে বেড়ান মাঠ-ঘাট। কথা বলেন, সাধারণ মানুষের সঙ্গে। খোঁজ-খবর নেন সমাজের অবহেলিত গরিব-দুঃখী জনগোষ্ঠীর। দেন সাহায্য সহযোগীতাও। কোথাও কোনো সমস্যা দেখলে দ্রুত ছুটে যান সেখানে। সমস্যা সমাধানে নেন প্রয়োজনীয় ব্যবস্থা। এছাড়াও গণমাধ্যম, ফেসবুক, মুঠোফোন ও ই-মেইলের মাধ্যমে পাওয়া বিভিন্ন অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেন তিনি।
এদিকে অপরাধ দমন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও করোনা প্রতিরোধে কঠোর হস্তে আইন প্রয়োগ করতে গিয়ে ইউএনও রুনা লায়লার ওপর বিরাগভাজন হন দুর্নীতি পরায়ণ একটি অসাধুচক্র। এই চক্রটি অনৈতিক সুযোগ-সুবিধা হাসিল করতে না পেরে ইউএনও’র বিরুদ্ধাচরণসহ নানাবিধ ষড়যন্ত্র ও গণমাধ্যমে নানা অপপ্রচার করেন। তারা লিপ্ত হন উপজেলা প্রশাসনকে বিতর্কিত ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার। শেষ পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, মুলধারার গণমাধ্যমকর্মীদের হস্তক্ষেপে ইউএনও’র বিরুদ্ধে সব ষড়যন্ত্র ভেস্তে যায়।
ইউএনও রুনা লায়লা ২০০২ সালে টাঙ্গাইল জেলার সখিপুর নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৪ সালে সখিপুর আবাসিক মহিলা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাস করেন। পরবর্তীতে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪-৫ সেশনে ইংলিশে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। তার বাড়ি ময়মনসিং জেলার গফুরগাঁও উপজেলার বাড়বাড়িয়া ইউনিয়নের বাড়া গ্রামে। সে ওই গ্রামের এনামুল হক ও কুলসুম আক্তারের মেয়ে।
রুনা লায়লা ৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি নোয়াখালী ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০২০ সালের ২ জানুয়ারি সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার নেন।
উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার বলেন, উপজেলা প্রশাসন থেকে যারা অবৈধ সুযোগ-সুবিধা নিতে পারছে না তারাই ইউএনও রুনা লায়লার বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার করেন। তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন প্রতিটি দপ্তরের কাজে গতিশীলতা ও স্বচ্ছতা ফিরে এসেছে। নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন ও জনকল্যাণমুলক কাজ করে তিনি দক্ষ মানবিক প্রশাসক হিসেবে উপজেলাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা বলেন, সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ স্যারের দিক-নির্দেশনা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন ও সিঙ্গাইরকে একটি আধুনিক উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। প্রচারের জন্য কোনো কাজ করি না, যা কিছু করি আত্মতুষ্টির জন্য। এটি আমার নৈতিক দায়িত্ব।
স্থানীয় জনপ্রতিনিধি ও মুলধারার গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্টজনরা আমার কাজে সহযোগিতা করছেন। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। কে কি বলল আর কে কি লিখল সেটা নিয়ে কখনো ভাবি না। দেশ ও জাতির জন্য কি করতে পারলাম সেটাই বড় কথা। আমি হয়েতো এক দিন এই উপজেলায় থাকব না, কিন্তু থেকে যাবে আমার কর্ম। যদি ভালো কাজ করে যেতে পারি, তাহলে এই জনপদের মানুষ আমাকে আজীবন মনে রাখবে।