বগুড়া সংবাদদাতা : বগুড়ার শিবগঞ্জের মোকামতলা থেকে ৯৬ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোকামতলার জয়পুর মোড় নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মৃত ছোহরাব আলীর মেয়ে ছুমরত বানু (৪০), মৃত হাসমত শেখের মেয়ে আছমা বেগম (৩০) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পোটারবিল গ্রামের আল আমীনের স্ত্রী রানি (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা তিনজন মাদক কারবারি। এর আগেও তারা ফেনসিডিলের বেচাকেনা করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।