বিডি ঢাকা ডেস্ক
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত মেলায় জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে স্টলে অংশগ্রহণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উদ্যাপিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আইনগত সহায়তা দিবস উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নাচোল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদ আহমেদ, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী তথ্য আপা দীলরুবা ইয়াসমিন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু ও শহিদুল ইসলাম।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর : ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, তথ্যআপা প্রকল্পের সমন্বয়কারী তাকদিরা খাতুনসহ অন্যরা।