বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পুষ্টি অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইসমাইল হোসেন, ডা. ফিরোজ আল মাসুফ, ডা. ইশতিয়াক আহমেদ ও ডা.শারমিন আক্তার বৃষ্টি।
উল্লেখ্য, ১৯৪ টিকা কেন্দ্রে আজ সোমবার থেকে ৬-১১ মাস বয়সের ৪ হাজার ২৮৬ জন ও ১২-৫৯ মাস বয়সের ৩১ হাজার ৭৭৩ জন শিশুকে এ প্লাস টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।