
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. আকবর হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ অন্যরা। সভা সঞ্চালনায় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আমিনুল ইসলাম সেন্টু।
সাধারণ সভায় সংগঠনের বার্ষিক আয় ব্যয় পেশ করেন সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন। সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা চাল কল মালিক গ্রুপের নিজস্ব মাটিতে নতুন ভবন নিমার্ণ করার বিষয়ে আলোচনা করা হয়।