বিডি ঢাকা ডেস্ক
ফুটবল শুধু একটি খেলায় নয়— একটি উন্মাদনার নাম। কোনো খেলোয়াড় যখন একটি গোল করেন তখন দর্শকরা উল্লাসে মেতে ওঠেন। এখনো সারা বিশ্বে ফুটবলেরই দর্শক বেশি। একসময় এই ফুটবলে চাঁপাইনবাবগঞ্জ জেলাও অনেক এগিয়ে ছিল, সুনাম ছিল। খেলা দেখতে মাঠের দুই পাশে দর্শদের উপচেপড়া ভিড়ও হতো। কিন্তু হালে আর তেমনটা দেখা যায় না।
তবে ফুটবলের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফুটবলের জমজমাট এই আসর। তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টের উেেদ্বাধন করবেন দুদক কমিশনার (তদন্ত) অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
টুর্নামেন্টের প্রতিটি খেলা চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে (নতুন স্টেডিয়াম) বিকেল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ ও রানারআপ দল ৫০ হাজার টাকার প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি দলকে ৩০ হাজার টাকা করে অংশগ্রহণের জন্য দেয়া হবে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক এইসব তথ্য জানান।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানসহ উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধানসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা।
উল্লেখ্য, এর আগে ৬ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা জানানো হয়েছিল। পরে আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের জন্য নাচোল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।