মোঃ হারুন অর রশিদঃ জয়পুরহাটে র্যাবের অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের “গৌরি পত্ত” শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। জানা গেছে,র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩,জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ (২৬ মে) নওগাঁ জেলার ধামরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামস্হ জনৈক ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মাণ কাজের সময় খনন কালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর ) বৌদ্ধ সভ্যতার ৭৮ ইঞ্চি দৈর্ঘ্য,২৪ ইঞ্চি ব্যাস ও ১০৩ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন “গৌরি পত্ত” শিবলিঙ্গ উদ্ধার করে।যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।