মোঃ হারুন অর রশিদঃ চাঁপাইনবাবগঞ্জে ২ টি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫,রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল আজ (২০ অক্টোবর ২০২১) তারিখ সন্ধ্যা ৭.৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বোয়ালিয়া ইউ.পি মিলনচর গ্রামস্থ নামা বটতলা মোড়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ মোঃ সাদ্দাম (২৫) নামে এক শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন নুনগোলা কে.ডি.সি. পাড়া গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে। ধৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।