বিডি ঢাকা ডেস্ক
ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার বিকেল ৩টায় ঝালকাঠির জেলা প্রশাসক উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায় ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন। উদ্ভোধক ছিলেন শহিদ কামাল হোসেন সবুজের স্ত্রী সাদিয়া বেগম রানী। এই টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করছে এবং সিমিত ১২ ওভারের উদ্বোধনী ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩৬ রানের ব্যবধানে শাহী-৯৯ টিমকে পরাজিত করেছে। ঝালকাঠি বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ্যাড. আককাস সিকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক মোঃ জাহিদ হাসান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ইব্রাহিম মাহমুদ,সাব্বির হোসেন,এম.এ সাইদ ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ মশিউর রহমান সহ টুর্নামেন্ট কমিটির সদস্যরা ও ক্রিকেট খেলোয়াররা উপস্থিত ছিলেন।
ছবিঃ ঝালকাঠি পৌর স্টেডিয়ামে জুলাই-আগস্ট বিপ্লব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে নিহত পরিবারের কামাল হোসেনের স্ত্রী সাদিয়া বেগম রানী ট্র্রফি উন্মোচন করেন, পাশে অতিথিরা।