বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মালিক গ্রুপের পক্ষ থেকে সদর উপজেলার ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডে ১টি করে মোট ৯টি সাবমার্সেবল পাম্প দেয়া হয়েছে।
বুধবার বিকেলে এরফান গ্রুপের সম্মেলন কক্ষে ৩নং ঝিলিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুদ রানা ও ৯টি ওয়ার্ডের মেম্বারদের কাছে পাম্পগুলো হস্তান্তর করেন জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি, এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. এরফান আলী।
এসময় উপস্থিত ছিলেনÑ জেলা চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সাগর, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুল ইসলাম, মো. ওবায়দুল ইসলাম, জাহাঙ্গীর আলমসহ জেলা চাউল কল মালিক গ্রুপের সদস্যরা।