মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিপুল পরিমান বিদেশী মদ ও বিয়ারসহ গ্রেপ্তার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পঠিত
নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৩৯৭ ক্যান বিয়ার এবং ৪৩৩ বোতল বিদেশী মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করেছে  র‌্যাব-১১’র সদস্যরা।  এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের ধোবাউড়ার আইলাতুলি এলাকার মৃত আব্দুল গণির ছেলে আমজাদ হোসেন (২৮), শেরপুর সদরের দুখুরা ছোনকান্দা এলাকার মৃত নছিম উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (২৭), ভোলার বোরহানউদ্দিন থানার রাণীগঞ্জ বাজার এলাকার মো. মজিদের ছেলে মো. সুজন (২৪) ও ঢাকার তেজগাঁওয়ের বটতলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. আলাল (২৪)।  এদের মধ্যে আমজাদের বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা রয়েছে।
তারা প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে করে এসব বিয়ার ও বিদেশী মদ নিয়ে রাজধানী ঢাকা থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাচ্ছিল। এ চক্রটি দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার ও মিনি কাভার্ডভ্যানযোগে অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে বিয়ার ও বিদেশী মদ পরিবহন করে আসছে।
রোববার (৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে র‌্যাব-১১’র সদর দপ্তরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এ সময় তানভীর মাহমুদ পাশা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ওই বিয়ার ও বিদেশী মদসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com