এসএম রুবেল : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের আয়োজনে করোনাকালীন সময়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ২৫০ জন হতদরিদ্রকে নগদ ২৫০০ টাকা করে অর্থ সহয়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট। ০৫’ আগস্ট (রবিবার) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে নগদ অর্থ দরিদ্রদের হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম। নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্টের প্রধান নির্বাচন কমিশনার মোঃ সালামত হোসেন ও সহকারী নির্বাচন কমিশন মোঃ এম কোরাইশী মিলুসহ রেডক্রিসেন্টের তরণ তরণী সেচ্ছাসেবী কর্মীরা।