নাচোল প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কসবা ইউনিয়নের বিএনপি’র সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হক মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বেলা সাড়ে দশটায় নাচোল উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রোকাব আলী দেওয়ান নিকট কসবা ইউনিয়ন বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সোলাইমান হক মনোনয়নপত্র দাখিল করেন ।এ সময় উপস্থিত ছিলেন তার প্রস্তাবকারী ও সমর্থনকরী। তিনি আসন্ন ২৩ডিসেম্বর কসবা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি সাংবাদিকদের জানান আসলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নির্বাচিত হলেন এলাকার রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করবেন। সেই সাথে দারিদ্র্য বিমোচনে নারীর ক্ষমতায়ন ও বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষিত করে কসবা ইউনিয়নের বিভিন্ন এলাকার ব্যাপক উন্নয়ন সাধন করবেন।