নোয়াখালীর সোনাইমুড়িতে বৈদ্যুতিক পিলার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের রহিম সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের চৌকিদার বাড়ির আবুল বাশারের ছেলে আবদুর রহিম, উজির আলীর ছেলে মো.ইউসূফ, আবুল হোসেনের ছেলে মো. সুমন, একই গ্রামের রমজান আলী বাড়ির শহীদ উল্যাহর ছেলে মো. জুয়েল।
স্থানীয় সাংবাদিক ও আবুদর রহিমের শ্যালক মো. সেলিম জানান, সন্ধ্যা ৬টার দিকে শিলমুদ গ্রামের আবদুর রহিম সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন মার্কেটের মালিক আবদুর রহিম ও একই বাড়ির মো. ইউসুফ, সুমন এবং প্রতিবেশী মো. জুয়েল। এসময় হঠাৎ মার্কেটের কোণায় অবস্থিত পল্লী বিদ্যুতের পিলার থেকে বিদ্যুতের একটি তার ছিঁড়ে তাদের গায়ে পড়ে। এতে তারা ৪জনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনার স্থলে মারা যান।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪জনের মৃত্যুর খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাবো।