বিডি ঢাকা ডেস্ক
সাধারণত শীত শুরু হলে এডিস মশার প্রকোপ অনেকটাই কমে যায়। এ দেশে শীতের শুরুটা নভেম্বরের মাঝামাঝি থেকে। ঢাকায় এখন শীতের আগমনী বার্তা। সারা দেশে শীত নেমেছে আগেই। কিন্তু এখনো কমেনি এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ। বরং এ বছর নভেম্বরেই ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি। নভেম্বরে এ রোগে প্রাণ হারিয়েছেন ১৭৩ জন। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে নভেম্বরের শেষে এসেছে ডিসেম্বর। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ ৩০ নভেম্বরের সকাল ৮টা থেকে আজ রোববার (১ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮২ জন। এ ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন আরও ৬ জন। ফলে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৯৪ জনের।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া নিয়মিত বুলেটিন থেকে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা জানা গেছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২ হাজার ৩৫১ জন। এদের সিংহভাগই চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন বটে; কিন্তু ডেঙ্গুর লক্ষণ কমে গেলেও তাদের বড় অংশই হারিয়েছেন প্রাণশক্তি। এখনো তাদের পুরোপুরি সুস্থ হতে নিয়মবদ্ধ জীবনযাপন করতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৮৬৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ১ হাজার ১৯৩ জন। বাকি ১ হাজার ৬৭৫ জন ভর্তি আছেন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে। চলতি বছর অক্টোবরে ডেঙ্গু কেড়ে নিয়েছে ১৩৫ জনের প্রাণ। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।