
বিডি ঢাকা ডেস্ক:ঢাকায় শনিবার দিনব্যাপী ১৫তম চাঁপাই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি এই উৎসবের আয়োজন করে।
রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও এরফান গ্রুপের সিইও মো. মাহবুব আলম।
উৎসবে সভাপতিত্ব করেন— সমিতির সভাপতি ও রাজউক’র চিফ ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন— সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলওয়ার হোসেন।
উৎসবে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় ৪ হাজার সদস্য অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি ভূমি সংস্কার বোডের্র চেয়ারম্যান এজেএম সালাহউদ্দিন নাগরী বলেন, ঢাকায় চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব ভবনের জন্য আমার যতটুকু করার আছে আমি চেষ্টা করব।
সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কালাইর রুটি দিয়ে উপস্থিত সদস্যদের আপ্যায়ন করা হয়। দিনব্যাপী উৎসবে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার ও ইভেন্ট পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন— অধ্যাপক ড. উমার আলী, সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আমিনুল করিম, ডা. মোহা. ময়েজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোহা. শামসুল হক জহির, আহসান হাবিব, বাবুল হক ও মরণোত্তর ম আ মালেক চৌধুরীকে।
১৫তম চাঁপাই উৎসব উপলক্ষে সুদৃশ্য ডাইরেক্টরি প্রকাশ করা হয়।
বিকেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় জেলার ঐতিহ্য গম্ভীরা পরিবেশন করা হয়।