ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের কারণে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এলাকায় বোম ডিসপোজাল ইউনিট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রুবেল।
তিনি বলেন, ‘‘বিমানবন্দর কর্তৃপক্ষ বোমা সদৃশ বস্তুর উপস্থিতি পেয়ে আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। আমরা আমাদের ইউনিট পাঠিয়েছি। বিমানবন্দরের পক্ষ থেকে জানতে পেরেছি একজন লোক বোমা নিয়ে বিমানবন্দরের প্রবেশ করেছে।’’
বিমানবন্দরে অবস্থানরত কয়েকজন জানান, মালেশিয়ান একটি বিমানের মধ্যে কিছু একটা হয়েছে। যার কারণে সবাই সতর্ক। ওই বিমানে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো সময় তাদের ভেতরে প্রবেশ করতে হতে পারে।
এ জাতীয় আরো খবর..