বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

তরুণ প্রজন্মকে দুর্নীতি মুক্ত দেশ গড়ার আহ্বান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা এবং পরিশুদ্ধ রাখা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা।
সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়ন করা হয়।
পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, রাষ্ট্রের অগ্রগতির অন্তরায় হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি থেকে জেলা পুলিশ মুক্ত থাকবে।
আরো বক্তব্য দেন— দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন। সূচনা বক্তব্য দেন— জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সহসভাপতি রোকসানা আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নেয়া রিসকাত নদী দিয়া।
এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে।
শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে একটি দুনীর্তিবিরোধী মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন— কমিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কমিটির সদস্য ডা. তড়িৎ কুমার সাহা, সাংবাদিক এ কে এস রোকনসহ অন্যরা।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন— উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন— উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী।
অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, শিক্ষা অফিসার মুসাহাক আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।
পরে প্রধান অতিথিসহ কমিটির সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আওয়াল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
আলোচনা সভার আগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকল ১০টার দিকে উপজেলা পরিষদ দক্ষিণ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহা. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. এখতিয়ার উদ্দিন, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও তাহাজ্জুত হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com