শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

রাজশাহীর তানোরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন  উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ১৫ আগষ্ট শুক্রবার  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনা এবং তানোর পৌর বিএনপির সাবেক আহবায়ক আরশাদ আলীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও  চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডল।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী,কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ডায়মন্ড সরদার, মশিউর রহমান বাদল,পৌর স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম মন্টু, আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, আনারুল ইসলাম মাস্টার,কাবিল উদ্দিন, আরশেদ আলী ও মোস্তাফিজুর রহমানপ্রমুখ।

এদিকে অনুষ্ঠানের প্রধান বক্তা আব্দুল মালেক মন্ডল বলেন,আপনারা যারা রাতারাতি কালো টাকা ও অবৈধ সম্পদের মালিক হয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে বলছেন ওমুক ভাই-তমুক ভাই ছাড়া বিএনপি অচল, তারা রাজনৈতিক অবার্চীন। তারা জুজুর ভয় দেখিয়ে বিএনপিকে কুক্ষিগত করতে চাই।তিনি বলেন, রাজশাহী অঞ্চলে বিএনপির রাজনীতিতে অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক নাই, শীষ মোহাম্মদ, এমরান আলী মোল্লা ও মোশারফ মাস্টারের মতো নেতৃত্ব প্রয়াত। তাই বলে কি বিএনপি নাই ? বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যেখানে মামা-খালু,ভাই-ভগ্নিপতি ইত্যাদি পরিচয়ে রাজনীতি করা যায় না। বিএনপির শক্তি দেশের সাধারণ মানুষ ও তাদের ভালবাসা। তিনি বলেন, আপনারা যে আচরণ করেছেন তার ফল পাবেন অচিরেই ইনশাল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com