জামালপুর সংবাদদাতা : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যমুনা নদীর পাড়ে প্রায় ৭শ একর জমির উপর দেশের সবচেয়ে বড় ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণ করা হবে। রোববার (৩০মে) দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি প্রসারে মাদারগঞ্জের জোরখালি ইউনিয়নের কাইজার চর এলাকার ‘শেখ হাসিনা সোলার পার্ক স্থাপনের জন্য আরপিসিএল- এর প্রস্তাবিত ১০০ মেগাওয়াট গ্রিড টাইপ সোলার বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও বি আর পাওয়ার জোন লিমিটেডের ১০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যৌথভাবে ২০০ মেগাওয়াট চুক্তিপত্র স্বাক্ষর সম্পন্ন হয়। অনু্ষ্টানে মহামান্য রাষ্ট্রপ্রতির পক্ষে জামালপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক মুর্শেদা জামান এবং বি আর পাওয়ার জোন লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক মো. ফখরুজ্জামান ও রুবাল পাওয়ার কোম্পানি লিঃ পক্ষে প্রাণতোষ চন্দ সাহা নিজ নিজ চুক্তিপত্র স্বাক্ষর করেন । প্রকল্প পরিচালক মো.ফেরদৌস রহমান গণমাধ্যমকে বলেন, জামালপুরে যমুনা নদীর পাড়ে দেশের সবচেয়ে বড় সোলার কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই খাতে ঋণ দেবে ভারত। ২৫ বছর মেয়াদী প্রকল্পটি বাস্তবায়ন করা হলে দেশের বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ হবে। ৬ শ ৭৪ একর অকৃষি খাস জমিতে এটা নির্মাণ হচ্ছে। এখানকার ১৮০টি পরিবারকে পুনর্বাসনও করা হবে। জুলাই মাস থেকে প্রকল্পস্থানে নিরাপত্তা বেস্টনী নির্মাণের কাজ শুরু করা হবে। এদিকে প্রকল্পের জন্য প্রায় ৭শ একর অকৃষি খাস জমি দীর্ঘমেয়াদী চুক্তিপত্র বন্দোবস্ত প্রধান ও দলিল হস্তান্তর হওয়ার সংবাদে মাদারগঞ্জ উপজেলাবাসী খুবই আনন্দিত। অনেকে উচ্ছাস প্রকাশ করেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির নিকট কৃতজ্ঞ প্রকাশ করেন । তিনি উদ্যোগ না নিলে দেশের সবচেয়ে বড় ২০০ মেগাওয়াট শেখ হাসিনা সোলার পার্ক নির্মাণ হতো কিনা সন্দেহ। আমরা মাদারগঞ্জবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ এবং চিরঋণী।