রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ পূর্বাহ্ন

ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন,দুই ড্রেজার জব্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন জব্দ ও বিপুল পরিমানে পাইপ ধংশ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে উপজেলার রোয়াইল ইউনিয়নের সঙ্গুর বাজারের দক্ষিন পাশে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ীরা গা ডাকা দেয় ও ড্রেজার মেশিনে থাকা লোকজন নদীতে লাফিয়ে পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামনুন আহমেদ অনীক জানান,অবৈধ ভ বালি উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ ধংশ করা হয়েছে। এ পর্যন্ত উপজেলার একাধিকস্থানে অভিযান পরিচালনা করে দুইটি মামলায় ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েেছ। সেই সাথে তিনটি ড্রেজার ও পাঁচটি এক্সকেভেটর জব্দ করা হয়েেছ।অবৈধভাবে নদী ও কৃষি জমির থেকে মাটি কাটার বিরুদ্ধে তাদের এ মোবাইল কোর্ট চলমান থাকবে বলেও জানান ইউএনও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com