বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩১ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
সভায় নববর্ষে করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
প্রস্তুতি সভায় বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের নিয়ে ‘বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বর্ণিল শোভাযাত্রা লোকজ ঐতিহ্য দিয়ে ফুটিয়ে তোলার জন্য উপস্থিত সকলের পরামর্শ এবং সহযোগিতা কামনা করা হয়।
পহেলা বৈশাখ সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে এসে শেষ হবে। পরে সেখানে আলোচনা সভা, কুইজ প্রতিযাগিতা, গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে। এছাড়া জেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিয়ন পরিষদে নববর্ষ উদ্যাপন, জেলা কারাগারে বিশেষ গ্রামীণ খাবার পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, সংবাদপত্রে বিশেষ লেখা প্রকাশ করার কথাও সভায় বলা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ।