মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ’ ‘করোনাকালেনারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন নারী উদ্যোক্ত ও নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ফ,ম, হাসান প্রমুখ। বক্তারা এসময় বলেন, পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। এখনো নারীরা অনেক পিছিয়ে আছে। পিছিয়ে পড়া নারীদের কর্মদক্ষতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে আসবে।