বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নেজামপুর আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আল শহীদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন ও নজরুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমারসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
বর্ধিত সভায় আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকা- তুলে ধরেন এবং দলমত নির্বিশেষে সবার কাছে দোয়া চান ও ভোট প্রার্থনা করেন।