অলিউল হক ডলার,নাচোলঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল মহিলা ডিগ্রী কলেজের উদ্যোগে এইচএসসি ও অনাস ১ম বরষের শিক্ষারথীদের বরন ও এইচএসসি ২০২১সালের শিক্ষারথীদের বিদায় সংবরধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদায় বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নিরবাহী অফিসার শরিফ আহম্মদ। এসময় বিশেষ অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও অত্র কলেজের প্রভাষক মশিউর রহমান বাবু, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মল হক,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান,নাচোল থানার অফিসার ইষচারজ সেলিম রেজা,নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবরতী,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।