বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটে শহীদ শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, পরিষদ চত্বর পুকুর পাড়ে ফলজ গাছের চারা লাগানো শেষে উপজেলা
পরিষদ মিনি কনফারেন্স হল রুমে নির্বাহী অফিসার মোহাইমেনা সারমীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ হোসেন, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি ও বীর মুক্তিযোদ্ধা হুমায়ন কবির। এসময় উপস্থিত
ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, মহিলা বিষয়ক অফিসার প্রভাতী মাহাতো, কৃষি অফিসার সলেহ আকরাম, মৎস্য অফিসার এমরুল কায়েশ, সমাজসেবা অফিসার সোহেল রানা, একটি বাড়ি একটি খামার সমন্বয়কার অফিসার হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সাংসদ সন্তান এবং কমান্ডর প্রমুখ।