বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় শহীদ সেনা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এসময় এলজিইডি ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, পিআইও দুলাল উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মাহবুব আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরডিবি অফিসার হারুন অর রশিদ।
আলোচনা শেষে দোয়া করা হয়।