বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে ১০ জন মৎস্যচাষির মধ্যে কার্প-জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রয়াসের ইউনিট-১৫ নাচোলে পোনাগুলো বিতরণ করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিটের মৎস্য খাতের আওতায় পোনা বিতরণকালে উপস্থিত ছিলেন- আঞ্চলিক ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, ব্যবস্থাপক মো. কাওসার আলী, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক, নাচোল শাখার হিসাবরক্ষক আরমান আলীসহ অন্যরা।
এসময় চাষিদেরকে মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা এবং পুকুরে প্রতি মাসে একবার চুন ও লবণ দেয়ার পরামর্শ প্রদান করা হয়।