
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক।
এদিকে উপজেলার কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একই স্থানে শিক্ষার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় শেষে বিনামূল্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য একটি করে কিডস বক্স তুলে দেন প্রধান অতিথি।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ চারা রোপণ করেন।
এর আগে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।