বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ব্যবসায়ীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মাঠে নাচোল পৌর জামায়াত এই মতবিনিময় সভার আয়োজন করে ।
নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডা. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহিয়া খালেদ, আইবিডব্লিউএফ’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কামাল হোসেন, আব্দুর রউফ, নাচোল উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, পৌর জামায়াতের সেক্রেটারি খলিলুর রহমান। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তোফাজ্জল হোসেনকে সভাপতি ও রুবেল আহমেদকে সেক্রেটারি করে আইবিডব্লিউএফ’র নাচোল পৌর শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।