চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রহস্যজনক মৃত গোয়াল তোজাম্মেল হক তজলু(৫০)র দাফনের ৩৫দিন পর আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য আজ বৃহস্পতিবার কবর থেকে লাশ উত্তোলণ করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেনীপুর সুকতলা কবরস্থান থেকে তজলুর লাশ উত্তোলনের সময় নিবার্হী ম্যাজিস্ট্রেট চন্দন কর, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ শাকিল মাহমুদ, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ওসি(তদন্ত) আব্দুল ওয়াহাব, মামলার বাদি বাবলু, স্থানীয় গণমাধ্যম কর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ভেরেন্ডী বাজার থেকে গত ৭ ফেব্রুয়ারী নিখোঁজ হন উপজেলার বেনীপুর সুকতলা গ্রামের মৃত-জোহাক আলীর ছেলে তোজাম্মেল হক তজলু। খবর পেয়ে ঘটনার পরদিন ভেরেন্ডী বাজারের মোবাইল টাওয়ারের পাশ থেকে একটি পরিত্যাক্ত রিং পাটের ভিতর থেকে তজলুর মৃতদেহ উদ্ধার করে তার স্বজনরা। ওই দিন বিকেলে তজলুকে তড়িঘড়ি করে বেনীপুর সুকতলা পাড়ার কবরস্থানে দাফন করা হয়। পরে মৃতের আপন ভাতিজা বাবলু নাচোল থানায় হত্যা মামলা দয়ের করতে যান কিন্ত থানার ওসি আদালতে মামলা করার পরামর্শ দেন। গত ১৫ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জের নাচোল আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন বাবলু। বিজ্ঞ আদালত মামলাটি এফ আই আর হিসেবে রেকর্ড করার জন্য ওসি নাচোল থানাকে নির্দেশ প্রদান করেন। বাদীর আবেদনের পেক্ষিতে আজ ১৮ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৃত তজলুর লাশ ময়না তদন্তের জন্য উত্তোলণ করে মর্গে প্রেরণ করেন।