বিডি ঢাকা অনলাইন ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিল নার্সারিতে সুফলভোগী মৎস্যচাষিদের মধ্যে বিনামূল্যে মাছের রেণু ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে উপকরণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম।
মৎস্য কর্মকর্তা বলেন, ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিল নার্সারি আইস বিলে উপকারভোগী মৎস্যচাষিদের মধ্যে বিনামূল্যে রেণু এবং খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।