মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে’র নাচোলে তে-ভাগা আন্দলনের কিংবদন্তী রাণী ইলামিত্রের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে, নেজামপুর ইউনিয়নের রাণী ইলামিত্র সংসদ কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কাঙ্গালী ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে রাখেন, নাচোল মহিলা ডির্গী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোহা. হাসিব হোসেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মশিউর রহমান বাবু, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, সামাজ সেবা অফিসার আর গালিব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শারমিন আখতার, পল্লী সঞ্চয় ব্যাংক এর ব্যাবস্থাপক হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, প্রোগ্রাম অফিসার আতিকুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাণী ইলা-মিত্র সংবাদ এর সভাপতি শ্রী-বিধান সিং। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, দৈনিক গৌড় বাংলা পত্রিকার বার্তা সম্পাদক সাজ্জিদ তৌহিদ।