বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরসনের লক্ষে উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে ফুটপাতে অস্থায়ী দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নীলুফা সরকার।
অভিযানের সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহিনুল ইসলাম, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী খাইরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবু সায়েম, লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব ও ওয়াটার সুপার মোহাম্মদ আলীসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
তবে অভিযান পরিচালনার কিছুক্ষণ পরেই উচ্ছেদকৃত স্থানে অস্থায়ী বিক্রেতারা পুনরায় জায়গা দখল করে পসরা নিয়ে বসে যান।