মোঃ হারুন অর রশিদঃ নাটোরে বিপুল পরিমাণ গাঁজা সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা সহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।এরা হলো,কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন সাইচাপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে পিকআপ চালক মোঃ আলাউদ্দীন (২২) ও একই জেলার বামনপাড়া থানাধীন নাইয়র গ্রামের,রাজা মিয়ার ছেলে পিকআপ হেলপার হৃদয় হোসেন (১৯)। এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী দ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।