বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচি বাস্তবায়নের মধ্যদিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। রবিবার ছিল সমাপনী দিন। এদিন বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় কর্মসূচি।
চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. এলিজা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, আড়তদার, মৎস্যজীবী। অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় ৩ জনকে পুরস্কৃত করা হয়।
এর আগে গত ১৮ আগস্ট ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।