নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর সুবর্ণচরে এক তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় বেলাল মাঝি (৪৫) নামের একজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি ওই ঘটনায় অভিযুক্ত মিরাজ হোসেনের (২৩) বাবা।
সোমবার (১১ অক্টোবর) রাতে তরুণীর খালুর অভিযোগের ভিত্তিতে চরজব্বর থানা এলাকার উড়িরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, সোমবার বিকেলে ওই তরুণীর খালু থানায় এসে ছেলের বিরুদ্ধে ধর্ষণ ও বাবার বিরুদ্ধে ধর্ষককে পালাতে সহায়তাসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বাবা বেলাল মাঝিকে গ্রেফতার করেছে। ছেলে মিরাজকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা গেছে, সোমবার চরজব্বরের উড়িরচর গ্রামে এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন মিরাজ। পরে বিষয়টি মিরাজের বাবাকে জানালে তিনি মীমাংসার আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। এ সুযোগে অভিযুক্ত মিরাজ গ্রাম থেকে পালিয়ে যান। পরে তিনি এ ঘটনায় নিয়ে বাড়াবাড়ি করলে প্রাণনাশের হুমকি দেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেফতার বেলাল মাঝিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।