বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।
বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণে’র ব্যানারে তারা মানববন্ধন করেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোললের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এতে তীর রক্ষা বাঁধ ভেঙে শাহজাহানপুর, দেবীনগর ও চর আলাতুলি ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী মানুষ হুমকির মধ্যে পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর, হাকিমপুর ও দুর্লভপুর এলাকায় পদ্মা নদী থেকে বিভিন্ন সময় অবৈধভাবে বালু তোলা হয়। এতে ভাঙছে পদ্মা নদীর তীর, বিলীন হচ্ছে জনপদ, রক্ষা পায়নি তীর রক্ষা বাঁধও। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে চর আলাতুলি, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের কয়েক হাজার বিঘা ফসলী জমি, স্থাপনা, বসতবাড়ি ও প্রতিষ্ঠান। এখনো হুমকির মধ্যে রয়েছে কয়েকশ বাড়িঘর। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিনোদন কেন্দ্র মোহনা পার্কও চরম হুমকির মধ্যে রয়েছে।
এমন অবস্থায় অবিলম্বে বালুমহাল বাতিল; অবৈধভাবে বালু উত্তোলনকারীদের উপযুক্ত শাস্তি; অবৈধভাবে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেশুর রহমান, আলাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান কামাল, আলাতুলি ইউনিয়নের সাবেক সদস্য আফসারুল আমল, গ্রামবাসী খালিদুজ্জামান, নুরুল ইসলাম, আব্দুল জলিল, মতিউর রহমান, হাদীর নবীরসহ অন্যরা।