গত এক দিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চার শ ছাড়িয়েছে। আগেরদিন ৩৩৯ নতুন করোনা রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬। আর মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ৭৮৫।
পাঁচ মাস পর গত ১৫ অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা চারশর নিচে নেমে এসেছিল। পরদিন তা তিনশরও নিচে নেমে আসে। এরপর রবি ও সোমবার যথাক্রমে ৩১৪ এবং ৩৩৯ জন রোগী শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার চারশ ছাড়াল।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন আরো ৬৯৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন সুস্থ হয়ে উঠলেন।