
বিডি ঢাকা ডেস্ক
রাজশাহী পবা থেকে ৪০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ও ৩৪ পিচ ইয়াবা সহ মাদক কারবারী মোঃ আজমাল (৪৭)‘কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পোনে ৬টায় মহানগরীর পবা থানাধীন নওহাটা বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ আজমাল রাজশাহী জেলার মোহনপুর থানাধীন তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশা আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর পবা থানাধীন নওহাটা বাজার এলাকায় একজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য মজুদ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা পোনে ৬টায় সেখানে অভিযান চালিয়ে মোঃ আজমালকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থাকা শপিং ব্যাগ তল্লাশী করে মোট ৪০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার আজমাল এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। সে দীর্ঘদিন যাবত নিজ পেশার আড়ালে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।