বিডি ঢাকা ডট কম নিউজঃ পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৫ জন অসাধু কম্পিউটার ব্যবসায়ী আটক করেছে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা রাজবাড়ী বাজার থেকে রবিবার রাতে এদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, জেলার নাচোল উপজেলার মোহাম্মদপুর হাট রাজবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ তুষার আলী (২৮), মোঃ নিজাম উদ্দিনের ছেলে মোঃ রতন আলী (২২), মৃত খবির উদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩৫), মোঃ মজিবুর রহমানের ছেলে মোঃ রুবেল মিয়া (২৪) এবং মোঃ শাহাবুদ্দিনের ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩০)।
এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ১৭ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা রাত সোয়া ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন রাজবাড়ী বাজারে অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করায় কম্পিউটার মনিটর-৫টি, সিপিইউ-৫টি ও অন্যান্য যন্ত্রাংশসহ ৫ অসাধু কম্পিউটার ব্যবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন থেকে তারা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাচোল থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।