বিডি ঢাকা ডেস্ক
আফগানিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ও তালিবানের সেনাদের মধ্যে সীমান্তে ফের ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সূত্রের বরাতে জানায়, নতুন করে সংঘর্ষ শুরু হয় খোস্ত প্রদেশের আলী শের এবং জাজিয়া ময়দানে।
প্রতিবেদন আরো বলছে, পাকিস্তান সেনাবাহিনী ও আফগান শাসক তালেবানের মধ্যে সীমান্ত অঞ্চল নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছে। উভয়পক্ষ একে অপরকে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে থাকে।নতুন করে শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেনি। এছাড়া এতে কতজন হতাহত হয়েছে সে ব্যাপারেও জানা যায়নি।