বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

পেট্রোল রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার রাশিয়ার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পেট্রোল রপ্তানির ওপর আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে রাশিয়া।

সরকার জানিয়েছে, এখন থেকে উৎপাদনকারীরা পেট্রোল রপ্তানি করতে পারবে। তবে ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত অন্যান্য রপ্তানিকারকদের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

চলতি বছরের শেষের দিকে রপ্তানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভুক্ত দেশ ও মঙ্গোলিয়াসহ কয়েকটি দেশ এই নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল। কারণ এসব দেশের সঙ্গে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে রাশিয়ার চুক্তি রয়েছে।

সরকারপক্ষ এক বিবৃতিতে জানায়, অভ্যন্তরীণ জ্বালানি বাজারে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখা, তেল পরিশোধনের অর্থনীতিকে সমর্থন ও মোটর গ্যাসোলিনের গ্রে এক্সপোর্ট বন্ধের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২০২৩ সালে রাশিয়া ৪৩ দশমিক ৯ মিলিয়ন মেট্রিক টন পেট্রোল উৎপাদন করে। এর মধ্যে রপ্তানি করে ৫ দশমিক ৭৬ মিলিয়ন মেট্রিক টন, যা মোট উৎপাদনের ১৩ শতাংশ।

রাশিয়ান পেট্রোলের বৃহত্তম আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হলো নাইজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়া। সংযুক্ত আরব আমিরাতও রাশিয়া থেকে পেট্রোল আমদানি করে থাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com