রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে নিষিদ্ধ ভারতের মশলা, অর্থনীতি নিয়ে শঙ্কা রাঙামাটিতে সন্তু লারমার সন্ত্রাসীদের গুলিতে প্রসীত গ্রুপের এর ২ কর্মী নিহত পুলিশের দাবি মার্বেল খেলাকে কেন্দ্র করে হত্যা, দ্বিমত বাবার দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে : আইজিপি দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন কারওয়ান বাজারে হোটেলের আগুন নিয়ন্ত্রণ রোববার থেকে কমতে পারে তাপপ্রবাহ আড়তে বিক্রি সময় অতিরিক্ত আম নেওয়া বন্ধের দাবিতে কৃষিমন্ত্রীর কাছে আম চাষিদের আবেদন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন : ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জেলা নেতৃবৃন্দের

প্রতিদিন যা যা স্যানিটাইজ করবেন বাড়িতে কোভিড সংক্রমণ ঠেকাতে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ৫২১ বার পঠিত
প্রতিদিন যা যা স্যানিটাইজ করবেন বাড়িতে কোভিড সংক্রমণ ঠেকাতে
ফটো : সংগৃহীত

অনলাইন নিউজ : করোনায় প্রতিদিন সংক্রমিত হচ্ছে অসংখ্য মানুষ। অদৃশ্য এই জীবাণু এতটাই ভয়ঙ্কর যে স্থবির করে দিয়েছে গোটা পৃথিবীর জনজীবন। কে যে করোনার জীবাণু নিয়ে ঘুরে বেড়াচ্ছে তা খালি চোখে বুঝা মুশকিল। তাই বাসা-বাড়িতে বাইরে থেকে কেউ আসলে বা কোনো অতিথি এসে চলে যাওয়ার পর কিছু জিনিসি স্যানিটাইজ করা অত্যাবশ্যক।

কারণ, কোভিড সংক্রমিত ব্যক্তি কোনো জিনিস স্পর্শ করলে, সেই জিনিসটাতে অনেকক্ষণ পর্যন্ত ভাইরাস থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই একই জিনিসে হাত দেওয়ার পর, যদি হাত না ধুয়ে চোখ-মুখ স্পর্শ করে ফেলেন, তা হলে আপনিও সংক্রমিত হয়ে যেতে পারেন। তাই বাড়ির যে জিনিসগুলো প্রতিদিন বহু মানুষ হাত দিচ্ছেন, সেগুলো নিয়মিত স্যানিটাইজ করা প্রয়োজন। জেনে নিন সেগুলো কী কী-

বাড়িতে কোভিড সংক্রমণ ঠেকাতে প্রতিদিন যা যা স্যানিটাইজ করবেন

দরজার হাতল ও কলিংবেল: দরজার হাতল যখনতখন ব্যবহারের বিষয়ে সতর্ক হোন। আজকাল বাড়িতে থেকেই অনলাইনে নানা রকম প্রয়োজনীয় সামগ্রী অর্ডার করছেন সকলে। সেগুলো পৌঁছে দিতে কেউ না কেউ আসছেন নিত্যদিন। তারা এসে হাতলে হাত রাখছেন এবং কলিংবেলও ব্যবহার করছেন। তাই সংক্রমণ এড়াতে এগুলো নিয়মিত স্যানিটাইজ করুন।

বেসিন কল: বাইরে থেকে বাসায় ফিরে প্রথমেই প্রত্যেকের হাত ধুয়ে নেওয়া উচিত। অন্তত করোনাকালে সবাই এই বিষয়ে সচেতন হয়েছেন। বাড়ির সবাই একই বেসিন কল ব্যবহার করলে এবং একজন ব্যবহারের পর যদি সে কলটি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে আরেকজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত স্যানিটাইজ করা প্রয়োজন প্রত্যেকটা বেসিনের কল। কে কখন কোন কলটি ব্যবহার করছে তা যেহেতু ঠিকঠাক জানা যাচ্ছে না, সেজন্য স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে সব বেসিন কল স্যানিটাইজ করাটাই ভালো।

সুইচবোর্ড: বাড়ির সব সুইচবোর্ড একাধিকবার অনেক মানুষ হাত দিচ্ছেন। বাড়ির সদস্য থেকে শুরু করে বাড়ির পরিচারিকা, এমনকি অতিথি আসলেই এগুলো ব্যবহার করছেন। তাই প্রত্যেকদিন অন্তত একবার করে এগুলো স্যানিটাইজিং স্প্রে দিয়ে পরিষ্কার করে নেওয়া উচিত।

বাড়িতে কোভিড সংক্রমণ ঠেকাতে প্রতিদিন যা যা স্যানিটাইজ করবেন

ফ্রিজ-রিমোট: ফ্রিজের দরজা ও টিভির রিমোট বাড়ির সকলে একাধিকবার হাত দিচ্ছেন। বিশেষ করে বাড়ির বয়ষ্ক লোকেরা টিভির রিমোট ব্যবহার করেন তুলনামূলক বেশি। তাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই জিনিসগুলো একটু ঘন ঘন পরিষ্কার করা উচিত। এছাড়া ব্যক্তিগত মোবাইল, ল্যাপটপ, ওয়ালেট, হাতঘড়ি, চশমা-এগুলো নিজ উদ্যোগে স্যানিটাইজ করা প্রয়োজন। এতে আপনি যেমন সুরক্ষিত থাকবেন তেমনি আপনার পাশের জনকেও দূরে রাখবেন কোভিড থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com